সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্ত চলায় প্রথম প্রান্তিকের সম্পদ মূল্য প্রকাশ করতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে কোম্পানিটির কারাখানার কার্যক্রম স্থগিত রয়েছে। এর বিপরীতে বিএসইসির তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কোম্পানিটির বিপক্ষে তদন্ত চলমান থাকায় চলতি বছরের প্রথম প্রান্তিকের সম্পদ মূল্য প্রকাশ করতে পারেনি।
কোম্পানি সূত্রে আরও জানা গেছে, চট্রগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) সাথে এমকেডিএলের চলমান ইজারা চুক্তিও বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল কোম্পানিটির প্রথম প্রান্তিক প্রকাশ করার কথা ছিলো।
অর্থসংবাদ/কাফি