ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় লেনদেন ৪১১ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ের মধ্যে ডিএসইর সব সূচকে ইতিবাচক প্রবনতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪১১কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৭ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৯২ ও ২১৩৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩ কোম্পানির শেয়ারদর।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার