ক্যাটাগরি: আন্তর্জাতিক

চীনে কম দামে বিক্রি হবে আইফোন ১৫

বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীনে বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়েছে আইফোন। এই পরিস্থিতিতে বিক্রি বাড়াতে তারা চীনের বাজারে মূল্যছাড় দেবে। আইফোন ১৫ সিরিজের সেটের খুচরা মূল্য ৫০০ ইউয়ান বা ৭০ ডলার পর্যন্ত কমানো হবে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য আইফোনে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যাপল। চীনে কোম্পানিটির ওয়েবসাইটে এই ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে চীনে চান্দ্র নববর্ষ উদ্‌যাপিত হবে। তার আগে ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যাপল।

চীনের বাজারে আইফোন ১৫ সিরিজের হ্যান্ডসেটের বিক্রি আগের মডেলগুলোর চেয়ে অনেক কমেছে। মূলত চীনের বিভিন্ন কোম্পানি তুলনামূলক কম দামে উন্নতমানের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসার কারণে বিপাকে পড়েছে অ্যাপল। গত বছর দারুণভাবে স্মার্টফোনের বাজারে ফিরে এসেছে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা কোম্পানি হুয়াওয়ে। মেট ৬০ প্রো নামের এক হ্যান্ডসেট বাজারে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে তারা। সেই সঙ্গে আরেক কোম্পানি শাওমিও ভালো করছে।

এ ছাড়া চীন সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করায় অ্যাপলের ফোন বিক্রিতে প্রভাব পড়েছে।

নতুন বছরের প্রথম সপ্তাহে চীনের বাজারে আইফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমে গেছে। জেফরিস অ্যানালিস্ট নামের এক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান গ্রাহকদের উদ্দেশে দেওয়া এক নোটে এই তথ্য দিয়েছে। সেই সঙ্গে তারা আরও বলেছে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে চীনে আইফোন বিক্রি কমেছে ৩ শতাংশ। বিশ্লেষকেরা আশা করছেন, চলতি বছর আইফোনের সঙ্গে স্থানীয় কোম্পানিগুলোর প্রতিযোগিতা আরও তীব্র হবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার