ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ১০টির দর বেড়েছে। দর কমেছে ৬টির এবং বাকী ১টির দর আজ অপরিবর্তিত রয়েছে।

আজ এসএমইতে ১ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৫৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ০৩ লাখ ৬৮ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ১৮ লাখ ৫০ হাজার ২২৬টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৫ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকা।

মঙ্গলবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কৃষিবিদ ফিড লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেড। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ২৯ শতাংশ কমেছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার