চুরি যাওয়া অর্থ উদ্ধারে পূর্ণ সহযোগিতার আশ্বাস ফিলিপাইনের

চুরি যাওয়া অর্থ উদ্ধারে পূর্ণ সহযোগিতার আশ্বাস ফিলিপাইনের
বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত ফিলিপাইনের সহযোগিতা চায় ঢাকা। আর এ বিষয়ে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে দেশটি। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান ফিলিপাইনের রাষ্ট্রদূত ভাইসন্টি ভিভেনকিও টি. বানডিলোর। এ সময় তাদের মধ্যে এ নিয়ে আলাপ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত ভাইসন্টি ভিভেনকিও টি. বানডিলো। তিনি ঢাকায় সাড়ে ছয় বছর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তাকে বদলি করে মন্ত্রণালয়ে নিয়ে গেছে ফিলিপাইন সরকার। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ঐচ্ছিক ও টেকসই প্রত্যাবাসনে ফিলিপাইনের সহযোগিতা চান। সেই সঙ্গে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া অর্থ উদ্ধারেও সহযোগিতা চান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন উদ্ধারে সহযোগিতা করার জন্য ফিলিপাইন সরকারের প্রতি ধন্যবাদ জানান। সেই সঙ্গে বাকি অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত ফিলিপিনো সরকার এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময়ে অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংককে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ফিলিপাইন সরকার অর্থ পাচার রোধে বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা