ক্যাটাগরি: জাতীয়

দেশের সব বেসরকারি হাসপাতালের তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য বিভাগের সব বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনকে আগামী সাত কর্মদিবসের মধ্যে দেশের সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, ‘আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্সবিহীন) বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় সাত কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।’

উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ জানুয়ারি) সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা তৈরি করে তিন মাসের মধ্যে তা জমা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার