ক্যাটাগরি: পুঁজিবাজার

ইন্ট্রাকোর বন্ডে লকড-ইনের মেয়াদ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির কনভার্টিবল বন্ডের ইউনিট শেয়ারে রূপান্তরের ক্ষেত্রে লকড-ইন মেয়াদের ক্ষেত্রে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসির সম্মতিপত্রে কোম্পানিটির বন্ড নিয়ে কিছু শর্তের কথা জানানো হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, পাবলিক অফারে বন্ড ইস্যুর ক্ষেত্রে শেয়ারে রূপান্তরে কোনো লকড-ইন থাকবে না। বিদ্যমান শেয়ারহোল্ডারদের (উদ্যোক্তা পরিচালক বাদে) মধ্যে রাইট অফারে এ বন্ড ইস্যুর ক্ষেত্রে শেয়ারে রূপান্তরে লকড-ইন প্রযোজ্য হবে না। তবে প্রাইভেট অফারে এ বন্ড ইস্যুর ক্ষেত্রে শেয়ারে রূপান্তরের ক্ষেত্রে দুই বছরের লকড-ইন প্রযোজ্য হবে।

এছাড়া পাবলিক অফার, রাইট অফার ও প্রাইভেট অফারে কোম্পানিটির বিদ্যমান উদ্যোক্তা পরিচালকদের জন্য এ বন্ড ইস্যুর ক্ষেত্রে শেয়ারে রূপান্তরের পর দুই বছর লকড-ইন থাকবে।

ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ১০ জানুয়ারি শুরু হয়েছে। শেষ হবে ১৬ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়। কোম্পানিটির বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এ সাবস্ক্রিপশন চলছে।

বন্ডটির মাধ্যমে কোম্পানিটি সংগৃহীত অর্থ তিনটি সিএনজি স্টেশন, পাঁচটি এলপিজি স্টেশন ও পাঁচটি মাদার-ডটার সিএনজি স্টেশন স্থাপনের কাজে ব্যবহার করবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার