ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ জানুয়ারি) ডিএসইতে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, দেশবন্ধু পলিমার, নাভানা ফার্মা, রূপালী ব্যাংক, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স লিমিটেড।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার