জুন পর্যন্ত আইসিটি বিভাগের সব কর্মকর্তার বিদেশ সফর বাতিল

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর বিদেশ সফর না করার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সময়, মেধা ও অর্থের অপচয় কমাতে মিতব্যয়িতার কৌশল হিসেবে এ নির্দেশনা সবাইকে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আগামী ছয়মাসে আমি, সচিব এমনকি আইসিটি বিভাগের কেউ বিদেশে যাবেন না। ক্রয় কমিটিকে আরও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো সিন্ডিকেট সহ্য করা হবে না।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত আইসিটি সচিব মো. সামসুল আরেফিনকে এ নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি আইসিটি খাত থেকে রপ্তানি ও রেমিট্যন্স বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আইসিটি বিভাগের কর্মকর্তারা ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার