নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই এবার আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জেও বিজয়ী হবো।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই জয়ী হয়েছি। আগামী দিনে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে ইশতেহার দিয়েছি— ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’। দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই আমাদের চ্যালেঞ্জ। আমরা আশা করি, যখন আমাদের নেতা দেশরত্ন শেখ হাসিনা, তখন আমরা এ চ্যালেঞ্জেও বিজয়ী হবো।
তিনি বলেন, গত ১৫ বছরে আমরা বিভিন্ন কাজ শুরু করেছি এবং চলমান আছে। আমাদের মূল টার্গেট ছিল অভ্যন্তরীণ নৌপথ ১০ হাজার কিলোমিটার তৈরি করা, সেটি সাত হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জ ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। প্রধানমন্ত্রী সেটার পারমিশন দিয়েছেন। কাজ চলমান আছে। আমাদের পায়রা বন্দরের ফাস্ট টার্মিনাল চলছে, জাহাজ আসা শুরু করেছে।
নৌ-প্রতিমন্ত্রী বলেন, আমাদের অগ্রগতি অনেক আছে। এ চলমান কাজগুলো এগিয়ে নেওয়া আমাদের দরকার।