ক্যাটাগরি: শিল্প-বাণিজ্য

ঢাকায় টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতির প্রদর্শনী শুরু ১ ফেব্রুয়ারি

দেশি-বিদেশি বিনিয়োগের আকর্ষণ বাড়াতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন ও বিদেশি দুই সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি এক্সিভিশন বা ডিটিজি। ২০০৪ সাল থেকে চলে আসা এই প্রদর্শনীটির এবার ১৮তম আসর বসবে।

চার দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই এক্সিভিশনটি আগামী ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে। যা শেষ হবে আগামী ৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এতে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের উন্নয়ন বিষয়ক বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল এবং গার্মেন্ট মেশিনারি মেলা হিসেবে এবারের প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশ, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, হংকং, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ডসহ ৩২টি দেশের প্রায় সহস্রাধিক প্রতিষ্ঠান অংশ নিবে।

অনুষ্ঠানটি দর্শনার্থীদের জন্য দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার