ক্যাটাগরি: পুঁজিবাজার

সপ্তাহজুড়ে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি-১১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৪৬ শতাংশ।

স্ট্যান্ডার্ড সিরামিক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ। আর ৯ দশমিক ৩৩ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান।

টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএস সিএমএসএসএফ গোল্ডেন জুবলী এবং জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার