ক্যাটাগরি: আন্তর্জাতিক

পাম অয়েলের সাপ্তাহিক দাম বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ

ফিউচার মার্কেটে টানা সাতদিন ঊর্ধ্বমুখিতায় গেছে মালয়েশীয় পাম অয়েলের দর। আন্তর্জাতিক বাজারে সরবরাহ স্বল্পতা ও বিকল্প উদ্ভিজ্জ তেলের মূল্যবৃদ্ধি এতে প্রভাবক হিসেবে কাজ করেছে। তথ্যমতে, ভোজ্যতেলটির সাপ্তাহিক দাম বেড়েছে ৪ দশমিক ৬৭ শতাংশ। গত ৮ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহের পর পাম অয়েলের এটিই সর্বোচ্চ দাম। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভের এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম বেড়েছে টনপ্রতি ১ দশমিক ৫৮ শতাংশ বা ৬০ রিঙ্গিত (১ হাজার ৪১৬ টাকা ৩৬ পয়সা)। প্রতি এক হাজার কেজির মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫৪ রিঙ্গিত (৯০ হাজার ৯৭৭ টাকা ৫৬ পয়সা) বা ৮২৯ ডলার ৭১ সেন্টে।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, সাতদিন ধরে ক্রমাগত পাম অয়েলের দাম বাড়ছে। উৎপাদন কমার তথ্য ও বিকল্প ভোজ্যতেলের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পাম অয়েলের বাজারে।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে পাম অয়েলের মজুদ কমেছে ৪ দশমিক ৬৪ শতাংশ। মজুদ নেমেছে ২২ লাখ ৯০ হাজার টনে। গত আগস্টের পরে এটিই সর্বনিম্ন মজুদের রেকর্ড।

অন্যদিকে অপরিশোধিত পাম অয়েলের উৎপাদন নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ১৩ দশমিক ৩১ শতাংশ কমেছে। মাসটিতে উৎপাদন নেমেছে ১৫ লাখ ৫০ হাজার টনে। একই সময়ে ভোজ্যতেলটির রফতানি ৫ দশমিক ১২ শতাংশ কমে নেমেছে ১৩ লাখ ৩০ হাজার টনে।

শেয়ার করুন:-
শেয়ার