ক্যাটাগরি: আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের গম রফতানি কমেছে ১১ শতাংশ

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে চলতি ২০২৩-২৪ বিপণন বছরে (জুলাই-জুন) ৮-১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গম (সফট হুইট) রফতানি কমেছে। ১ জুলাই চলতি মৌসুম শুরু হওয়ার পর ৭ জানুয়ারি পর্যন্ত ছয় মাসেরও কিছু বেশি সময়ে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টনে।

২০২২-২৩ মৌসুমের একই সময়ের তুলনায় চলতি বছর খাদ্যশস্যটির রফতানি কমেছে ১১ শতাংশ। আন্তর্জাতিক বাজারে সাশ্রয়ী মূল্যে রুশ গমের সরবরাহ বৃদ্ধি এতে প্রভাবক হিসেবে কাজ করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইউরোপিয়ান কমিশন (ইসি)।

তবে একই সময়ে ইউরোপ থেকে বার্লি রফতানি বেড়েছে ৩ শতাংশ। এখন পর্যন্ত ৩১ লাখ ৭০ হাজার টন বার্লি রফতানি করেছে ইইউ। অন্যদিকে গত ছয় মাসে ইউরোপীয় দেশগুলো ৯০ লাখ ৩০ হাজার টন ভুট্টা আমদানি করেছে। ২০২২-২৩ মৌসুমের একই সময়ের তুলনায় শস্যটির আমদানি কমেছে ৪৩ শতাংশ।

কমিশন জানিয়েছে, এ হিসাবে গত ২০ ডিসেম্বরের পরের ইতালির তথ্য পাওয়া যায়নি। তাই ৭ জানুয়ারি পর্যন্ত দেশটির সর্বশেষ ১৮ দিনের তথ্য এতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটির বিরতির পর গত তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এটাই ইসির প্রথম প্রতিবেদন।

কমিশনের সর্বশেষ তথ্য বলছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি গম রফতানি করেছে রোমানিয়া। দেশটি গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে ৪০ লাখ ৭০ হাজার টন গম বিক্রি করেছে। একই সময়ে দ্বিতীয় শীর্ষ রফতানিকারক ফ্রান্স বিক্রি করেছে ৩৩ লাখ ৬০ হাজার টন। তথ্যমতে, তৃতীয় শীর্ষ স্থান দখল করেছে পোল্যান্ড। দেশটি ২৩ লাখ ৪০ হাজার টন গম রফতানি করেছে। এরপর ১৬ লাখ ৭০ হাজার টন রফতানি করে চতুর্থ স্থান লাভ করেছে বুলগেরিয়া। আর ১৪ লাখ ৯০ হাজার টন গম রফতানির মধ্য দিয়ে ২০২৩-২৪ বিপণন বছরের প্রথমার্ধের পঞ্চম শীর্ষ স্থানে উঠে এসেছে লিথুয়ানিয়ার নাম।

চলতি মৌসুমে আন্তর্জাতিক বাজারে আলজেরিয়াসহ রাশিয়া থেকে ব্যাপক সরবরাহ বাড়ায় বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়েছে ইউরোপীয় গম রফতানি। তবে চীনে ফরাসি গমের রফতানি বাড়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইইউ থেকে খাদ্যশস্যটির রফতানি প্রবাহ কিছুটা বেড়েছে।

চলতি ২০২৩-২৪ মৌসুমে এখন পর্যন্ত ইউরোপীয় গম আমদানিতে শীর্ষে ছিল আফ্রিকা। ইইউ থেকে গম ক্রয়কারী শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে মরক্কো, নাইজেরিয়া, আলজেরিয়া, মিসর ও দক্ষিণ আফ্রিকা। ইউরোপিয়ান কমিশনের (ইসি) পরিসংখ্যান মতে, গত ছয় মাসে মরক্কো ২২ লাখ ৪০ হাজার টন গম কিনে শীর্ষ আমদানিকারকের স্থান দখল করেছে।

দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক নাইজেরিয়া নিয়েছে ১৫ লাখ ৪০ হাজার টন। আলজেরিয়া ১৩ লাখ ৭০ হাজার টন কিনে তৃতীয় স্থান লাভ করেছে। চতুর্থ শীর্ষ ক্রেতা মিসর নিয়েছে ১২ লাখ ৮০ হাজার টন। আর ৭ লাখ ৯৬ হাজার ২৮২ টন আমদানির মধ্য দিয়ে ইইউর পঞ্চম বৃহত্তম গম আমদানিকারক হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে ইউরোপীয় ভুট্টার সবচেয়ে বড় আমদানিকারক হয়ে উঠেছে একই অঞ্চলের দেশ স্পেন। ২০২৩-২৪ মৌসুমে এখন পর্যন্ত দেশটি ৩৯ লাখ ৫০ হাজার টন ভুট্টা আমদানি করেছে।

শেয়ার করুন:-
শেয়ার