ক্যাটাগরি: পুঁজিবাজার

পুঁজিবাজারে মূলধন বেড়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (৮ জানুয়ারি-১১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনের সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন বেড়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি।

ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি ৭২ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১১৯ কোটি ০৬ লাখ টাকা বা ০ দশমিক ৬৬ শতাংশ।

দেশের অপর শেয়ারবাজার সিএসইতে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৭০৮ কোটি ৩২ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬৩৪ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে উভয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৭৫৪ কোটি ০৫ লাখ টাকা।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩০১ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৪৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ১৩ দশমিক ১১ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ২৩ দশমিক ৬৫ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির। আর ৩৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

আলোচ্য সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ০ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৬ পয়েন্টে। গত সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ১৮ হাজার ৫০৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ৩৪ কোটি ০৩ লাখ ৫২ হাজার ৯৫০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ২৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩০টির কোম্পানির।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার