ঘন কুয়াশায় পরিবহনের ধীরগতি ভাবে গাড়ি চালানোয় বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতূপুর্ব মহাসড়কের এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে যানজট ও তীব্র শীতের কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভোর থেকে যানজট, প্রচণ্ড কুয়াশা এবং শীত। এ ছাড়া সেতুর উপর যে লাইটগুলো লাগানো হয়েছে তাতেও দেখা যায় না। ফলে সেতুর উপর গাড়ি চালাতে খুবই ধীরগতিতে যেতে হয়।
যানজট নিরসনে হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা কাজ করছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আশরাফ আলমগীর বলেন, কুয়াশার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে পরিবহন চলাচল স্বাভাবিক হচ্ছে। এ ছাড়া চালকরা এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়।