প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে তাদের পদ থেকে সরানো হয়েছে। তবে নতুন করে এ পদে কারা স্থলাভিষিক্ত হচ্ছেন তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
সালমান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(৩) অনুযায়ী অদ্য ২৭ পৌষ ১৪৩০/ ১১ জানুয়ারি ২০২৪ তারিখে নিম্নলিখিত উপদেষ্টাগণের নিয়োগের অবসান করেছেন: মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সালমান ফজলুর রহমান।
অর্থসংবাদ/এমআই