ক্যাটাগরি: খেলাধুলা

মন্ত্রী থাকাকালীন বিসিবির সভাপতি ছিলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন আজ নতুন মন্ত্রিপরিষদের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তাতে গুঞ্জন উঠেছে, মন্ত্রণালয় সামলাতে গিয়ে বিসিবির পদ ছাড়তে পারেন পাপন। আবার কেউ কেউ সামাজিকমাধ্যমে বলছেন, মন্ত্রীত্ব থাকাকালীন কোন ব্যক্তি বিসিবির সভাপতি পদে থাকতে পারেন না। আসলেই নিয়ম এমন?

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিবির সংবিধান ও গঠনতন্ত্রে তেমন কোনো বিধান রাখা হয়নি। এমনকি মন্ত্রী হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করার নজিরও রয়েছে। ইতিহাস জানাচ্ছে, গত তিন যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ক’জন বিসিবি সভাপতি ছিলেন, তাদের মধ্যে চারজনের মন্ত্রী থাকা অবস্থায় বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড আছে। অর্থাৎ মন্ত্রী থাকাকালীন বিসিবির সভাপতি থাকতে পাপনের কোন বাধা নেই।

মন্ত্রী ও বিসিবি সভাপতি ছিলেন যে ৪ জন

প্রথমজন হচ্ছেন ড. আনিসুল ইসলাম মাহমুদ। তিনি এরশাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন আশির দশকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লে. কর্নেল মোস্তাফিজুর রহমানও মন্ত্রী হওয়ার পর বোর্ডপ্রধানের দায়িত্ব পালন করেন।

এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে বোর্ডপ্রধান হন সে সময়ের নৌপরিবহন প্রতিমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তিনি পুরো ছয় বছর বিসিবির সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর আবার যখন ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন বিসিবি প্রধান নির্বাচিত হন আ হ ম মুস্তফা কামাল। তিনি তখন ছিলেন পরিকল্পনামন্ত্রী। কাজেই মন্ত্রী হলে তিনি আর বোর্ডে থাকতে পারবেন না, এ তথ্য মোটেই সঠিক নয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার