যুক্তরাষ্ট্রের কয়লা রপ্তানি চলতি বছর প্রায় ৯ শতাংশ কমার পূর্বাভাস মিলেছে। জ্বালানিটির উত্তোলন কমে যাওয়া ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামার আশঙ্কা থাকলেও স্থানীয় চাহিদা ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে। এ চাহিদা পূরণে খনিগুলো রপ্তানি কমাতে বাধ্য হবে বলে মনে করছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইআইএ সম্প্রতি শর্ট-টার্ম এনার্জি আউটলুক শীর্ষক প্রতিবেদনে কয়লার রপ্তানি পূর্বাভাস সংশোধন করে। এতে রপ্তানি র সম্ভাব্য পরিমাণ ধরা হয় ৯ কোটি ১০ লাখ শর্ট টনে (প্রতি শর্ট টনে ৯০৬ দশমিক ১৯ কেজি), গত বছর যা ছিল ১০ কোটি শর্ট টন।
তবে আগামী বছর রপ্তানি ঘুরে দাঁড়াতে পারে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ৯ কোটি ৫৪ লাখ শর্ট টন কয়লা রপ্তানি করতে পারে। এক বছরের ব্যবধানে রপ্তানি বাড়তে পারে ৪ দশমিক ৮ শতাংশ।
সংশোধিত পূর্বাভাসের তথ্যানুসারে, চলতি বছর যুক্তরাষ্ট্রের খনিগুলো থেকে ৪৮ কোটি ৯৩ লাখ শর্ট টন কয়লা উত্তোলন হতে পারে, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ কম। পূর্বাভাস সত্য হলে এটিই হতে যাচ্ছে ইতিহাসের সর্বনিম্ন উত্তোলন। ২০২৫ সালে উত্তোলন আরো ১২ দশমিক ৪ শতাংশ কমে ৪২ কোটি ৮৮ লাখ টন শর্ট টনে নামতে পারে।
জ্বালানিটির স্থানীয় ব্যবহারসংক্রান্ত পূর্বাভাস সংশোধন করে ১ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছে ইআইএ। চলতি বছর ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে ৩৯ কোটি ১৩ লাখ শর্ট টনে। এর মধ্যে বিদ্যুৎ খাতেই ব্যবহার হবে ৩৫ কোটি ১৯ লাখ শর্ট টন।
অর্থসংবাদ/এমআই