ক্যাটাগরি: আন্তর্জাতিক

ইউরোজোনে কমেছে বেকারত্বের হার

ইউরোজোনের বেকারত্বের হার ২০২৩ সালের নভেম্বরে নেমেছে ৬ দশমিক ৪ শতাংশে, যা গত অক্টোবরে ছিল ৬ দশমিক ৫ এবং গত বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ইউরো নিউজ।

সমগ্র ইউরোপীয় ইউনিয়নে বেকারত্বের হার ৫ দশমিক ৯ শতাংশ হয়েছে, যা ২০২২ সালের নভেম্বরে ছিল ৬ দশমিক ১ এবং গত বছরের অক্টোবরে ছিল ৬ শতাংশ। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১ কোটি ৩ লাখ নাগরিক ২০২৩ সালের নভেম্বরে বেকার ছিল।

ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোজোনের তরুণদের মধ্যে যাদের বয়স ২৫ বছরের কম তাদের বেকারত্বের হার নভেম্বরে ১৪ দশমিক ৫ শতাংশ ছিল, যা গত অক্টোবরে ছিল ১৪ দশমিক ৮ শতাংশ এবং উভয় অঞ্চলে ২০২২ সালের নভেম্বরেও প্রায় একই অবস্থায় বিদ্যমান ছিল।

পরিসংখ্যানে ইউরোজোনের নারীদের ক্ষেত্রে বেকারত্বের হার ২০২৩ সালের অক্টোবরে ৬ দশমিক ৯ থেকে নভেম্বরে নেমেছে ৬ দশমিক ৮ শতাংশে। আর পুরুষদের ক্ষেত্রে এটি অক্টোবরে ৬ দশমিক ২ থেকে কমে নভেম্বরে হয়েছে ৬ দশমিক ১ শতাংশ।

ইউরোজোনের প্রতিবেশী দেশ সুইজারল্যান্ড থেকেও একই ধরনের বেকারত্বের পরিসংখ্যান এসেছে। যেখানে গত বছর বার্ষিক বেকারত্বের হার নেমেছে ২ শতাংশে। এটি ২০০১ সালের পর সর্বনিম্ন বেকারত্বের হার। দেশটির ২০২২ সালে বার্ষিক বেকারত্বের হার ছিল ২ দশমিক ২ শতাংশ।

দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে ২০২৩ সালে বেকারত্ব এপ্রিল-জুন পর্যন্ত কমেছিল। অন্যদিকে ইউরোপজুড়ে দেখা যাওয়া বেকারত্বের নিম্নমুখী প্রবণতাকে অনুসরণ করেছে ইতালিও।

দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেয়া সর্বশেষ তথ্যে দেখা যায়, ইতালির বেকারত্বের হার ২০২৩ সালের নভেম্বরে ৭ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা অক্টোবরের ৭ দশমিক ৭ থেকে দশমিক ২ শতাংশ পয়েন্ট কমেছে। ২০২৩ সালের নভেম্বরে যুব বেকারত্বের হার অক্টোবরের ২৩ দশমিক ৫ থেকে নভেম্বরে নেমেছে ২১ শতাংশে।

এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের অর্থনীতিবিদদের জরিপ থেকে জানা যায়, ইউরোজোনের অর্থনীতি চলতি বছর সামান্য প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। মজুরি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো মূল্যস্ফীতির চেয়ে দ্রুত বেড়েছে।

অর্থনীতিবিদরা আরো আশা করছেন, ইউরোজোনে মূল্যস্ফীতি দুই বছরেরও কম সময়ের মধ্যে ইসিবির ২ শতাংশ লক্ষ্যমাত্রার কাছাকাছি নেমে আসবে। তারা পূর্বাভাস দিয়েছেন, ভোক্তামূল্য চলতি বছর গড়ে ২ দশমিক ৫ শতাংশের ওপর বাড়বে। তবে ২০২৫ সালে এর হার ২ দশমিক ১ শতাংশের সামান্য নিচে থাকবে।

জরিপের গড় পূর্বাভাস অনুসারে, চলতি বছর ইউরোজোনে মজুরি বৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকবে বলে আশা করা হচ্ছে, যা ইসিবির পূর্বাভাসের চেয়ে দুর্বল। তবে এর অর্থ তিন বছরের মধ্যে প্রথমবারের মতো প্রকৃত গৃহস্থালি আয় বাড়বে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার