সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৭৩টি কোম্পানির মোট ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডিবিএইচ ফাইন্যান্সের। কোম্পানিটির ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোরের ৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বৃহস্পতিবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৩ কোটি ৮৯ লাখ ৮০ হাজার, ই-জেনারেশনের ২ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার, পাওয়ার গ্রিডের ২ কোটি ৯ লাখ ৬ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৬৫ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ২৭ লাখ ২ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২৩ লাখ ৯৬ হাজার এবং সোনালী পেপারের ১ কোটি ১৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।