সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা নতুন বছরের সর্বোচ্চ লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নতুন বছরের শুরু থেকেই দেশের শেয়ারবাজারে লেনদেনে ইতিবাচক ধারায় রয়েছে। আজ ডিএসইতে ৭৫২ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকার।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ৩০১ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক ৩২ পয়েন্ট।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৫৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১১৭ কোম্পানির। বাকি ৬০ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অন্য পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ৩৫ পয়েন্ট বা ০ দশমিক ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৫ পয়েন্টে।
সিএসইতে আজ ১৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দর বেড়েছে, কমেছে ৪৬টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ১১ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসএম