ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে বসুন্ধরা পেপার মিলস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৫ প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএসইতে বসুন্ধরা পেপার মিলসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৭ পয়সা বা ৮ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা লিগাসি ফুটওয়ারের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, জেনেক্স ইনফোসিস, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার