ক্যাটাগরি: পুঁজিবাজার

মন্ত্রিপরিষদে আসছে ঢাকা স্টক একচেঞ্জের দুই সদস্য

দেশের বৃহৎ পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের দুই সদস্য সম্প্রতি দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নতুন মন্ত্রিপরিষদে যুক্ত হবেন। আজ (বুধবার) রাত পৌনে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে নতুন মন্ত্রিপরিষদের তালিকায় এই দুই সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ঢাকা স্টক একচেঞ্জের দুই সদস্য হলেন- এআরসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান এবং মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ডিএসইর সাবেক প্রেসিডেন্ট আহসানুল ইসলাম (টিটু)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মো. আবদুর রহমান পূর্ণাঙ্গ মন্ত্রী এবং আহসানুল ইসলাম (টিটু) প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে চলেছেন।

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পাশাপাশি তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের সম্মতিও দেন রাষ্ট্রপতি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এক বার্তায় পরিচালনা পর্ষদের পক্ষে নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।

নির্বাচিত প্রতিনিধিবৃন্দগণ হলেন- বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার এ.কে. আজাদ, এআরসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান, মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম, ট্রেজারার সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এএফএম বাহাউদ্দিন নাসিম, আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক এসএকে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এইচ.এম. ইব্রাহিম এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেডের পরিচালক সাকিব আল হাসান।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার