চীনে সম্পত্তি ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবসা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইউবিএস গ্রুপ এজি। মন্থর অর্থনীতি এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কিছু দেশের ঋণদাতাদের ওপর ভর করে থাকা চুক্তির অভাব সত্ত্বেও এমন উদ্যোগ নিয়েছে বহুজাতিক ব্যাংকটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
চলতি সপ্তাহে চীনের সাংহাইয়ে ব্যাংকস গ্রেটার চায়না কনফারেন্স অনুষ্ঠিত হয়। সম্মেলনের এক ফাঁকে ইউবিএসের কান্ট্রি হেড ইউজিন কিয়ান এক সাক্ষাৎকারে বলেন, ‘চীন একটি প্রধান কৌশলগত বৈশ্বিক বাজার এবং এটি এমন একটি জায়গা যেখানে আমরা আরো কিছু করতে চাই। বিশেষ করে আমরা উপকূলীয় সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনা প্লাটফর্মগুলো প্রসারিত করতে চাই।’
বিশ্লেষকরা জানিয়েছেন, ইউজিন কিয়ান এমন একসময় এ ধরনের বক্তব্য দিলেন, যখন ক্রেডিট সুইস গত বছর চীনে তাদের পুরো ওয়েলথ ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপনা টিমকে বরখাস্ত করেছে। এছাড়া কোম্পানিগুলোর কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর বহিষ্কৃত কর্মীদের আর সঙ্গে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউবিএস।
মার্কিন ও ইউরোপীয় ব্যাংকগুলো চীনে”‘রিং-ফেন্সিং’”কার্যক্রম করছে। কারণ তারা বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে ব্যাপক উত্তেজনা ও কঠোর বিধিনিষেধে নিজেদের খাপ খাওয়ানোর চেষ্টা করছে।
ইউজিন কিয়ান জানান, গত বছর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউবিএস। যাতে বৈশ্বিক ও অনশোর গ্রাহকদের সেবা দেয়া যায়। চুক্তিটি তাদের উপস্থিতি বাড়াতে কয়েক দশকের প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন তিনি।
ইউবিএস এখনো চীনে ক্রেডিট সুইসের সংস্থাগুলোকে একীভূত করতে পারেনি। তাদের সিকিউরিটিজ ভেঞ্চার বিক্রি করতে হবে। চীনে তাদের একটি ব্যবসার অনুমোদন রয়েছে। ফলে একই ব্যবসার জন্য দুটি লাইসেন্স রাখতে পারবে না।
অর্থসংবাদ/এমআই