ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে এমারেল্ড অয়েল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১০ জানুয়ারি) ডিএসইতে এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।

আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, সি পার্ল বিচ রিসোর্ট, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার