ফিউচার মার্কেটে গতকাল বেড়েছে তামার দর। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমিয়ে আনতে পারে এমন ইঙ্গিতে কারেন্সি মার্কেটে বিনিময়মূল্য কমেছে ডলারের। এতে ভিন্ন মুদ্রার গ্রাহকের জন্য তামা ক্রয় সাশ্রয়ী হয়ে উঠেছে। ফলে বিক্রি বাড়ায় ঊর্ধ্বমুখী প্রবণতায় পড়েছে ধাতুটির বাজার।
তিন মাস সরবরাহ চুক্তিতে যুক্তরাজ্যের লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৮ হাজার ৪৬১ ডলারে। আর বাংলাদেশী টাকায় প্রতি টন তামার মূল্য উঠেছে ৯ লাখ ২৬ হাজার ৫৩১ টাকা ১১ পয়সায় (ডলারপ্রতি ১০৯ টাকা ৫১ পয়সা বিনিময়মূল্য হিসাবে)।
একই সময় গতকাল চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সর্বাধিক বিক্রীত ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। টনপ্রতি মূল্য উঠেছে ৬৮ হাজার ৩৭০ ইউয়ান বা ৯ হাজার ৫৪৯ ডলার ৮২ সেন্টে (১০ লাখ ৪৫ হাজার ৭৬৩ টাকা ৫৪ পয়সা)।
ব্রোকারেজ ফার্ম সুকডেন ফাইন্যান্সিয়াল এক প্রতিবেদনে বলেছে, বিনিয়োগকারীরা বৃহস্পতিবার প্রকাশ হতে যাওয়া মার্কিন মূল্যস্ফীতি তথ্যর জন্য অপেক্ষা করছেন। আমাদের প্রত্যাশা মূল্যস্ফীতি তথ্য প্রকাশ হওয়ার পরে তামার বাজার আরো অস্থিতিশীল হবে। কারণ বাজারপ্রবণতা অনুযায়ী এদিন ফেডের সুদহার কমানোর ইঙ্গিত আরো স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে এলএমইতে একমাত্র টিন বাদে অন্যান্য ধাতুর দাম বেড়েছে। অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। টনপ্রতি মূল্য উঠেছে ২ হাজার ২৪৪ ডলারে। প্রতি টন নিকেলের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। এক হাজার কেজি বিক্রি হয়েছে ১৬ হাজার ৩৬৫ ডলারে। একই হারে বেড়েছে সিসার দামও। গতকাল দস্তার দামও বেড়েছে দশমিক ৬ শতাংশ। টনপ্রতি মূল্য উঠেছে ২ হাজার ৫২৫ ডলারে। তবে দশমিক ৪ শতাংশ কমে প্রতি টন টিনের দাম নেমেছে ২৪ হাজার ৪০০ ডলারে।
অন্যদিকে গতকাল এসএইচএফইতে কমেছে অ্যালুমিনিয়াম ও টিনের দাম। দশমিক ৪ শতাংশ কমে অ্যালুমিনিয়াম বিক্রি হয়েছে ১৯ হাজার ৩৫ ইউয়ানে। আর টিনের দর দশমিক ৮ শতাংশ কমে নেমেছে ২ লাখ ৪ হাজার ২৮০ ইউয়ানে। তবে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে বেড়েছে নিকেল, দস্তা ও সিসার দাম। এর মধ্যে নিকেল টনপ্রতি ১ শতাংশ বেড়ে বিক্রি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬৪০ ইউয়ানে। দস্তার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের দাম উঠেছে ২১ হাজার ২৮০ ইউয়ানে এবং সিসার দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। ধাতুটির মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ১৬ হাজার ১৯৫ ইউয়ানে।
তবে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে এসএইচএফইতে অ্যালুমিনার দাম ৬ দশমিক ৫৪ শতাংশ কমেছে। টনপ্রতি দাম নেমেছে ৩ হাজার ১৮৭ ইউয়ানে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে ধাতুটির প্রধান কাঁচামাল বক্সাইটের শীর্ষ সরবরাহকারী দেশ গিনিতে অগ্নিকাণ্ডের প্রভাবে গত মাসে অ্যালুমিনার দাম ১৩ শতাংশ বেড়ে গিয়েছিল।