ক্যাটাগরি: ধর্ম ও জীবন

২০২৩ সালে ইতিহাসের সর্বোচ্চ বিদেশি মুসল্লির উমরাহ পালন

পবিত্র কাবা শরীফে প্রতি বছর উমরাহ করতে যান বিশ্বের লাখ লাখ মুসল্লি। তবে আগের সব রেকর্ড ভেঙে দিয়ে গত বছর (২০২৩) সর্বোচ্চ বিদেশি উমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল-রাবিয়াহ।

তিনি বলেছেন, গত বছর সৌদির বাইরে থেকে মক্কায় এসে উমরাহ করেছেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি।

২০২২ সালে যে পরিমাণ মানুষ উমরাহ করেছিলেন, সেটির তুলনায় ২০২৩ সালে ৫৮ শতাংশ বেশি মুসল্লি ধর্মীয় এ রীতি পালন করেছেন।

সৌদির এ মন্ত্রী বলেছেন, আমি আনন্দের সঙ্গে কিছু ভালো ও অসাধারণ তথ্য জানাচ্ছি। ২০১৯ সালে সৌদি আরবের বাইরে থেকে উমরাহ করতে এসেছিলেন ৮৫ লাখ মুসল্লি। সৌদি নেতৃবৃন্দের নতুন ব্যবস্থাপনায় এ বছর (২০২৩) এটি ১ কোটি ৩৫ লাখে উন্নীত হয়েছে।

সৌদির হজ ও উমরাহ মন্ত্রী জানিয়েছেন, ১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করে মক্কা ও মদিনার বিভিন্ন অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে।

নতুন প্রজেক্টের পরিকল্পনা অনুযায়ী, নতুন ১ লাখ ৫০ হাজার এসি বসানো হয়েছে; যেন তীব্র গরমের মধ্যেও মুসল্লিদের হজ ও উমরাহ পালন সহজ হয়। এছাড়া আরও ১৪ হাজার রেস্টরুম এবং গোসলের স্থানও তৈরি করা হয়েছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার