চারদিকে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার। তবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন টুল তৈরির ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। আর তাই এবার নিজেদের আইওএস অপারেটিং সিস্টেমে এআই–ভিত্তিক নতুন একাধিক সুবিধা যুক্তের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ দিতে বর্তমানে ‘অ্যাজাক্স’ নামে নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির জন্য কাজ করছে অ্যাপল। এ বছরের জুন মাসে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি।
আকারে বড় লেখার বিষয়বস্তু পর্যালোচনা করে সংক্ষিপ্ত বর্ণনা লিখে দিতে সক্ষম ‘অটো সামারাইজ’ নামে এআই–সুবিধাও যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। শুধু তা–ই নয়, অ্যাপল মিউজিকেও এআই–সুবিধা যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় সহজে অ্যাপল মিউজিক থেকে পছন্দের গান খুঁজে পাবেন।
অ্যাপলের প্রযুক্তি ও পণ্য বিশ্লেষক মিং চি কুও জানিয়েছেন, নতুন এআই–সুবিধা যুক্ত করার পাশাপাশি আইফোনের মাইক্রোফোনও হালনাগাদ করতে পারে অ্যাপল। শুধু তা–ই নয়, নিজেদের ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’তে কৃত্রিম বুদ্ধিমত্তাসুবিধাও যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ‘সিরি’ ব্যবহার করতে পারবেন।
অর্থসংবাদ/এমআই