ক্যাটাগরি: ধর্ম ও জীবন

নামাজে উঁচু জায়গায় সিজদা করার বিধান

নামাজ পড়া উচিত সমতল জায়গায়। সিজদার জায়গা দাঁড়ানোর জায়গা থেকে উঁচু না হওয়া বাঞ্চনীয়। সিজদার জায়গা যদি দাঁড়ানোর জায়গার চেয়ে আধ হাতের বেশি উঁচু হয়, তাহলে সিজদা আদায় হবে না। তবে আধ হাত বা তার চেয়ে কম উঁচু হলে তাহলে সিজদা আদায় হয়ে যাবে।

সিজদা নামাজের অন্যতম ফরজ বা রোকন। সিজদা যথাযথভাবে আদায় করা ছাড়া নামাজ হবে না। তাই সিজদা যথাযথভাবে আদায়ের প্রতি যত্নবান হওয়া আমাদের কর্তব্য।

রাসুল (সা.) বলেন, আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কপাল, (এবং তিনি হাত দিয়ে নাকের দিকে ইশরা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন,) আর দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলসমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

শেয়ার করুন:-
শেয়ার