'সেখানে যুদ্ধবিরতি কার্যকরই হচ্ছে না'

'সেখানে যুদ্ধবিরতি কার্যকরই হচ্ছে না'
মানবিক ত্রাণ তৎপরতা চালানোর জন্য গতরাতে নাগার্নো-কারাবাখ অঞ্চলে যে নতুন যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছে তাও লঙ্ঘন করা হচ্ছে। এজন্য আজারবাইজান ও আর্মেনিয়া পরস্পরকে দোষারোপ করেছে।

আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গ্যানজাতে কয়েকদফা ক্ষেপণাস্ত্র হামলার পর দু পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপের পর দুপক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। গতকালের টেলিফোন আলাপে ল্যাভরভ অত্যন্ত জোরালো ভাষায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানান।

আজারবাইজান বলেছে, আর্মেনিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা জাবরেইল শহরে রাতভর মর্টার ও কামানের গোলাবর্ষণ করেছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সামরিক বাহিনী পর্যাপ্ত পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং সামরিক বাহিনীতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

অন্যদিকে, আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নারী মুখপাত্র শুশান স্টেপানিয়ান অভিযোগ করেছেন, গতরাতে আজারবাইজানের বাহিনী দুদফা গোলাবর্ষণ করে। তিনি ফেইসবুক পোস্টে লিখেছেন, গতরাতের গোলাগুলিতে দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।

প্রায় এক সপ্তাহ আগে মস্কোয় রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতি চুক্তি করে এবং তা বাস্তবায়ন শুরু হয়েছিল। কিন্তু দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে যুদ্ধবিরতি চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া