চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে দানাদার খাদ্যশস্য ও তেলবীজের ফলন কমতে পারে। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে ইউভিত্তিক কৃষি ব্যবসাবিষয়ক অ্যাসোসিয়েশন কোসিরাল।
প্রতিষ্ঠানটির পূর্বাভাসে জানানো হয়েছে, যুক্তরাজ্যসহ ইইউভুক্ত ২৭ দেশে চলতি বছর খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ২৮ কোটি ১৭ লাখ টনে, যা ২০২৩ সালের ২৮ কোটি ৭১ লাখ টন থেকে কম। খবর ওয়াল্ড গ্রেইন ডট কম।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপে ২০২৪ সালে মোট ১৩ কোটি ৪২ লাখ টন গম উৎপাদন হতে পারে, যা ২০২৩ সালের ১৩ কোটি ৯৫ লাখ টন থেকে কম। অ্যাসোসিয়েশন উল্লেখ করেছে, ডিসেম্বরে রেকর্ড বৃষ্টিপাত ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, বাল্টিকস ও পোল্যান্ডে গম/বার্লির মতো শীতকালীন শস্য রোপণে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে স্পেনে ২০২৩ সালের তুলনায় উৎপাদন যথেষ্ট বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে যুক্তরাজ্যসহ ইইউভুক্ত দেশগুলোয় বার্লির উৎপাদন গত বছরের ৫ কোটি ৪১ লাখ টন থেকে বেড়ে ৫ কোটি ৬১ লাখ টনে দাঁড়াতে পারে বলে মনে করছে কোসিরাল। প্রতিষ্ঠানটির মতে, ২০২৪ সালে ইউরোপজুড়ে ভুট্টার ফলন নামবে ৫ কোটি ৭১ লাখ টনে। গত বছর একই অঞ্চলে শস্যটির ফলন ছিল ৬ কোটি ১৬ লাখ টন। অন্যদিকে সরিষা উৎপাদনের পরিমাণ ২০২৩ সালের ৭৫ লাখ টন থেকে বেড়ে এ বছর ১ কোটি ১৩ লাখ টনে উঠতে পারে।