ক্যাটাগরি: পুঁজিবাজার

বিক্রেতা নেই রূপালী ব্যাংকসহ দুই ব্যাংকের শেয়ারে

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারের বিক্রেতা নেই। মূলত শেয়ার কেনার চাপে বিক্রেতার সংকটে পড়েছে কোম্পানিগুলো।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের পরিচালন মুনাফায় ৭০০ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি হতে আদায়সহ বিভিন্ন আর্থিক সূচকে রেকর্ড গড়ার বিভিন্ন প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। তাতে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার কেনার হিড়িক পড়ে।

রূপালী ব্যাংক সূত্রে জানা যায়, ২০২২ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১০৬ কোটি। ২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭০০ কোটি টাকারও বেশি। অর্থাৎ আগের বছরের তুলনায় ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ৭ গুণ। একইসাথে ব্যাংকটি খেলাপি ঋণ আদায়ে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। একবছরের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণ ২২ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে নেমেছে।

আমানতেও চমক দেখিয়েছে রূপালী ব্যাংক। গত ২০২৩ সালে বিভিন্ন ব্যাংক যেখানে তারল্য সংকটে ভুগেছে সেখানে রূপালী ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। একইসময়ে ব্যাংকটির ৮ লাখেরও বেশি নতুন হিসাব খোলা হয়েছে। রূপালী ব্যাংকের এমন অভাবনীয় সাফল্যে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। তাতে শেয়ার কেনার চাপে ব্যাংকটির বিক্রেতা সংকট দেখা দিয়েছে।

এদিকে চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংকের শেয়ারেও বিক্রেতা সংকট দেখা গিয়েছে। সোমবার ব্যাংকটির স্ক্রিনে শেয়ার কেনার বহু আবেদন জমা পড়লেও বিক্রেতার ঘর ছিলো শূন্য। ব্যাংকটির শেয়ার দীর্ঘদিন অবমূল্যায়িত হলেও এবার তাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। পাশাপাশি শেয়ার সংখ্যা কম হওয়ায় বিক্রেতা সংকটে পড়েছে কোম্পানিটি।

ডিএসইর সূত্র মতে, মিডল্যান্ড ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি। যার প্রায় ৭৯ শতাংশ রয়েছে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে মোট শেয়ারের ১৭ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার