ক্যাটাগরি: জাতীয়

বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারা

বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষে কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। গণনা শেষে বেশ কয়েক জায়গায় রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করছেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সারাদেশে ২৯৯টি আসনে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে জনগণ সাড়া দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের নির্বাচন বর্জনের ডাক জনগণ ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে জনগণের বিজয় হয়েছে।

অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ ভোট প্রত্যাখ্যান করেছেন। এজন্য শুধু বিএনপির পক্ষ থেকে নয়, ৬২টি দল যারা নির্বাচন বর্জন করেছে, তাদের সবার পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে স্যালুট।

আওয়ামী লীগের মনোনয়নে জয়ী যারা
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে শেখ হাসিনা, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, কুমিল্লা-৭ আসনে প্রাণ গোপাল দত্ত, মাগুরা-১ আসনে সাকিব আল হাসান, মাগুরা-২ আসনে বীরেন শিকদার, লালমনিরহাট-১ আসনে মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনে নুরুজ্জামানা আহমেদ, লালমনিরহাট-৩ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমান, পঞ্চগড়-২ আসনে নূরুল ইসলাম সুজন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে মোশতাক আহমেদ রুহী, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে সাজ্জাদুল হাসান ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আহমদ হোসেন।

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ-তাহিরপুর) অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সুনামগঞ্জ-০৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) মহিবুর রহমান মানিক, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন (বাঞ্ছারামপুর) আসনে ক্যাপ্টেন অব. এ.বি তাজুল ইসলাম।

জাতীয় পার্টির যারা জয় পেলেন
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে একেএম মোস্তাফিজুর রহমান।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যারা জয় পেয়েছেন
সিলেট-৫ আসনে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) ডা. হামিদুল হক খন্দকার, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ড. জয়া সেনগুপ্তা, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সৈয়দ এ.কে এমরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. মঈনুদ্দিন মঈন।

শেয়ার করুন:-
শেয়ার