দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সার্বিক পরিবেশ, ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আওয়ামী লীগ।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, বিএনপির নির্বাচন বিরোধী অপপ্রচার, জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার পরও সারাদেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হয়েছে।
বিপ্লব বড়ুয়া বলেন, কোথাও কোনো কারচুপি নেই। নির্বাচন বিরোধী চক্রের আগাম অভিযোগ সঠিক নয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনো পর্যন্ত ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে।
নির্বাচনের বিরুদ্ধে সক্রিয় থাকা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বিপ্লব বড়ুয়া বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে। ঢাকার ভোটাররা ছুটি পেয়ে অনেকেই গ্রামে গেছেন, অনেকেই ঘুরতে গেছেন। তাই ঢাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম।