নির্বাচনের দিন মেট্রোরেল চালু রাখা হলেও যাত্রীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে৷ মেট্রোরেলের বিভিন্ন স্টেশন পরিদর্শন করে দেখা গেছে, অন্যান্য দিন উত্তরা-মতিঝিল রুটে টিকিটের দীর্ঘ লাইন থাকলেও এদিন স্টেশনগুলো ছিল প্রায় ফাঁকা।
তবে, নির্বাচন উপলক্ষে প্রতিটি স্টেশনেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেশনে প্রবেশকালে যাত্রীদের ব্যাগ তল্লাশিসহ স্টেশনে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন উপলক্ষে দেশের প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ আজ। ফলে মেট্রারেলে যাত্রীদের উপস্থিতি কম থাকা অনুমেয় ছিলো।
এদিকে গণপরিবহন এবং প্রাইভেটকার চলাচলে কোন বিধিনিষেধ না থাকলেও নির্বাচনের দিন সকালে গণপরিবহনশূন্য ছিলো রাজধানী। রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, মতিঝিল, টিকাটুলি ঘুরে সামান্য সংখ্যক বাসের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকা-নারায়নগঞ্জ অঞ্চলে যাতায়াত করা বন্ধন-উৎসবের কাউন্টার ছিলো একেবারেই ফাঁকা।
উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেলের ১৬টি স্টেশনই চালু রয়েছে। তবে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ১১টা ২০ এর পর মেট্রো পরিষেবা বন্ধ থাকে।
অর্থসংবাদ/এমআই