গুগল ম্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

গুগল ম্যাপেও এখন লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। সুরক্ষার জন্য হোক অথবা কারও সঙ্গে দেখা করার জন্য সব ক্ষেত্রেই কাজে আসতে পারে এই লাইভ লোকেশন ফিচার।

সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা এনেছে গুগল ম্যাপ। এর আগে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের ভরসা করতে হত লাইভ লোকেশন শেয়ার করার জন্য। কিন্তু, গুগল জানিয়েছে, এই সুবিধায় অন্য কোনো অ্যাপে যেতে হবে না।

জেনে নিন কীভাবে গুগল ম্যাপে শেয়ার করবেন লাইভ লোকেশন-

>> যাকে শেয়ার করবেন তার নম্বর কন্ট্যাক্ট লিস্টে থাকতে হবে।
>> এবার গুগল ম্যাপস খুলুন। সেখানে উপরে প্রোফাইল অপশনে ক্লিক করুন।
>> এবার ‘লাইভ লোকেশন’ অপশনে ট্যাপ করুন।
>> লোকেশন শেয়ার করার জন্য দুটি অপশন থাকবে-১ ঘণ্টার জন্য অথবা যতক্ষণ না বন্ধ করছেন।
>> তারপর যাকে পাঠাতে চান তার ফোন নম্বর বা নাম টাইপ করুন।
>> এবার সিলেক্ট করে তাকে পাঠিয়ে দিন লাইভ লোকেশন।
>> এই লোকেশন শেয়ারিং যখন খুশি বন্ধও করতে পারবেন।
>> লোকেশন শেয়ারিংয়ের সময় কাস্টমাইজও করা যাবে।
>> টাইমের পাশে ‘+’ চিহ্নতে ক্লিক করে সময় বাড়াতে পারেন।

শেয়ার করুন:-
শেয়ার