বিদায়ী সপ্তাহে (১ জানুয়ারি-৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা ৩৭২ কোম্পানির মধ্যে ৯৯টির শেয়ারদর কমেছে। তাতে দর হারানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে আইসিবি এমসিএল ফান্ডের লেনদেন হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা। তাতে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৮৯ শতাংশ।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ১৩ শতাংশ। আর শেয়ারদর ১২ দশমিক ৯০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ড।
এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১২ দশমিক ০৪ শতাংশ, প্যাসেফিক ডেনিমসের ৯ দশমিক ৮৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯ দশমিক ৩৩ শতাংশ, এনসিসি মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৮ দশমিক ৫৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৮ দশমিক ৪৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮ দশমিক ৪২ শতাংশ এবং জিকিউ বলপেনের ৮ দশমিক ২৩ শতাংশ শেয়ারদর কমেছে।
অর্থসংবাদ/এমআই