বিদায়ী সপ্তাহে (১ জানুয়ারি-৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭২ কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এ সময় লেনদেনের শীর্ষ উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ লাখ ৬৮ হাজার ৮২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৭১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির ৬৫ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আর ৫২ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৪৯ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৪৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা, ইন্ট্রাকো সিএনজির ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৩৭ কোটি ৩ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ২৪ লাখ টাকার, খান ব্রাদার্সের ৩২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার এবং এমারেন্ড ওয়েলের ৩০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এমআই