বছরের প্রথম সপ্তাহে দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে। বিদায়ী সপ্তাহে (১ জানুয়ারি-৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনা সূত্রে, সপ্তাহের শুরুতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিলো ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৬৭৩ টাকায়। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৮০৯ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২৩০ কোটি ০৩ লাখ ৬২ হাজার ১৩৬ টাকা।
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৪৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর সূচক ‘ডিএসই এস’ বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩২ শতাংশ কমেছে। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ০ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে।
প্রধান সূচকের পতনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। গেল সপ্তাহের চার কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪১৯ কোটি ১৮ লাখ টাকা বা ২০ দশমিক ৭৯ শতাংশ।
সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজারে ৪০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২০১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৯৯টির, বিপরীতে ৭২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এছাড়াও ৩৪ কোম্পানি গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়নি।
এসএম