ক্যাটাগরি: জাতীয়

গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ ঘোষণা

গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ বন্ধ করল নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে নির্বাচনের পরিবেশ অনুকূলে নেই বলে জানিয়েছে সংস্থাটি। ভোটের এক দিন আগে শুক্রবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের বিষয়ে জানায় নির্বাচন কমিশন।

ইসি জানায়, নির্বাচনি পরিবেশ অনুকূলে না থাকায় ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করা হয়েছে।

আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।

তবে নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ করে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার।

সেসময় আতাউর রহমান বলেন, সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনও আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এর আগে বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের নির্বাচনও বন্ধ করে নির্বাচন কমিশন। পরবর্তীতে এই আসনে নির্বাচন হবে।

শেয়ার করুন:-
শেয়ার