পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সর্বনিম্ন ১০ ডিগ্রির নিচের তাপমাত্রাকে শৈত্যপ্রবাহ বলা হয়। বুধবার থেকে তাপমাত্রা ৭ থেকে ৯ এর মধ্যে উঠানামা করছে। বর্তমানে তেঁতুলিয়া এবং আশপাশের এলাকায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ডিসেম্বরের মাঝামাঝি বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নামে ১০ এর নিচে।
এদিকে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) রেকর্ড করা হয় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়। সকাল ৭টা পর্যন্ত হেটলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে। দুর্ভোগ দেখা সকাল সকাল কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষের। তবে প্রতিদিনের মত শুক্রবার সকালে সূর্যের দেখা মেলে। ঝলমলে রোদে স্বস্তি ফিরে জনজীবনে।