বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় কূটনীতিক ইন্দ্র মণি পান্ডে।
বৃহস্পতিবার বিমসটেকের চতুর্থ মহাসচিব হিসেবে ঢাকা অফিসে যোগ দেন তিনি।
বিমসটেক জানায়, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান নতুন বিমসটেক মহাসচিব। তিনি ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিমসটেক অনুবিভাগের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার তাকে স্বাগত জানান।
ইন্দ্র মণি পান্ডে ভারতের ফরেন সার্ভিসের ১৯৯০ ব্যাচের একজন অফিসার। তিনি বিমসটেকের মহাসচিব পদে যোগ দেওয়ার আগে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই প্রথম কোনো ভারতীয় বিমসটেকের মহাসচিব পদে অধিষ্ঠিত হলেন।
প্রসঙ্গত, ইন্দ্র মণি পান্ডে বিমসটেকের মহাসচিব হিসেবে তেনজিন লেকফেলের স্থলাভিষিক্ত হলেন।