ক্যাটাগরি: জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ভাষণ শুরু করেন তিনি। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতে তিনি সবাইকে খ্রিষ্টীয় নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানান।

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দলটির প্রধান শেখ হাসিনা।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভোটে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ’৭৫-পরবর্তী সময়ে চতুর্থবারের মতো সরকার গঠন করে বর্তমান মেয়াদ শেষ করতে যাচ্ছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতে ৭৫-এ নিহত তার নিজের পরিবার এবং বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করেন। আহত ও স্বজনহারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

শেয়ার করুন:-
শেয়ার