ক্যাটাগরি: আন্তর্জাতিক

সুয়েজ খালে জাহাজ চলাচল কমেছে এক তৃতীয়াংশ

লোহিত সাগরপথে জাহাজ চলাচল নিয়ে সমস্যা যেন কাটছেই না। উল্টো বড় বড় জাহাজ কোম্পানিগুলো এই পথে চলাচল স্থগিত করছে। মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কারণে নৌপথটিতে জাহাজ চলাচলে ধস নেমেছে। তাতে গত বছরের তুলনায় এ বছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল কমেছে এক তৃতীয়াংশ।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লোহিত সাগরে হুতিদের হামলা ব্যাপক ভীতি ছাড়িয়েছে। এর ফলে এ নৌপথ এড়িয়ে চলছে বিভিন্ন জাহাজ কোম্পানি। এ নৌপথে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। গত বছরের তুলনায় এ বছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল এক তৃতীয়াংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জাহাজ কোম্পানি হামলার ভয়ে তারা পথ পরিবর্তন করছে। এ জন্য তারা সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকারি কেপ অব গুড হোপ ঘুরে চলাচল করছে। ফলে তাদের সাড়ে তিন হাজার কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে।

এদিকে লোহিত সাগরে হুতিদের হামলা রুখে দিতে একটি জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। জোটটি জানিয়েছে, বিশ্ব বাণিজ্যের ১৫ শতাংশ ব্যস্ততম এ নৌপথের মাধ্যমে হয়ে থাকে। এ জন্য তারা অবিলম্বে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং জানিয়েছে, কন্টেইনারবাহী জাহাজের ২০ শতাংশ লোহিত সাগর এড়িয়ে চলছে। এর বদলে তারা আফ্রিকার ঘুরে নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার