ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএ তবে গতদিনের চেয়ে টাকার অঙ্কে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন ৩৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৪৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১৩৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ২০৯৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৯২ কোটি ১৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির, বিপরীতে ৩৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার