নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আপিল করাদের মধ্যে ৭৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে জাতীয় নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭০ জনে।
এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন ঘোষিত সারাদেশে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৯৬ জন।
ইসির তথ্যমতে, হাইকোর্টে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে- স্বতন্ত্র প্রার্থী ৫৫ জন, গণতন্ত্রী পার্টির ১০ জন, আওয়ামী লীগের তিন জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই জন, তৃণমূল বিএনপির দুই জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের দুই জন, বাংলাদেশ কংগ্রেসের এক জন এবং কৃষক শ্রমিক জনতা লীগের এক জন প্রার্থী রয়েছেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটের দিন। এ নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে আরও তিন জন প্রার্থিতা ফিরে পাওয়ার পর- দলটির মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৬৬ জনে।
প্রার্থী সংখ্যায় এরপরই রয়েছে- জাতীয় পার্টির ২৬৫ জন। ১৩৫ প্রার্থী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তৃণমূল বিএনপি। এরপর ন্যাশনাল পিপলস পার্টির রয়েছে ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দলগুলোর মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৩৪ জন। আর এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৩৬ জন।