সিডনিতে পাকিস্তানের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার। শেষ টেস্ট খেলতে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাগ চুরি হয়ে গিয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। সেই ব্যাগেই ছিল ওয়ার্নারের ব্যাগি গ্রিন টুপি।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার সময় যে টুপি দেওয়া হয় ক্রিকেটারদের। ফিল্ডিং করার সময় সেই টুপি পরেন ক্রিকেটারেরা। ব্যাগি গ্রিন টুপি প্রত্যেক অসি ক্রিকেটারের কাছে অমূল্য জিনিস। শেষ টেস্ট খেলতে নামার আগে সেই টুপি হারিয়ে ভেঙে পড়েছেন ওয়ার্নার। তিনি সেই টুপি ফেরত পাওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।
ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছেন, এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।
সম্ভাব্য চোরকে ইঙ্গিত করে ওয়ার্নার গোপনীয়তা রক্ষা করে প্রয়োজনে আরেকটি ব্যাকপ্যাক দিয়ে দেবেন বলে জানান, আপনি যদি ব্যাকপ্যাকটি চেয়ে থাকেন, আমার কাছে বাড়তি একটা আছে। আপনার কোন সমস্যা হবে না আমি দিয়ে দেব। আপনি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করেন, আমি খুশিমনে দিয়ে দেব।
পাকিস্তানের বিপক্ষে ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচটি খেলেই নিজের ক্যারিয়ারের ইতি টানবেন ওয়ার্নার। ২০১১ সালে ব্রিসবেনে অভিষেক হয় তার। এই পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ১১১ টেস্ট।
এমআই