ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০২ জানুয়ারি) সি পার্ল বিচের ২১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের আজ ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলিম্পিক এক্সেসরিজ, খান ব্রাদার্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

শেয়ার করুন:-
শেয়ার