সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সময়ের মধ্যে ডিএসইর সব সূচকের নেতিবাচক প্রবনতা দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৩৩ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসইএস’ সূচক কমেছে ১ দশমিক ০৭ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট ৫১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৩২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৩৪ কোম্পানির। বাকি ১৩২ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/কাফি